• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জরুরি প্রয়োজন ছাড়া ভারত না যাওয়ার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত: ২০:২৬, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জরুরি প্রয়োজন ছাড়া ভারত না যাওয়ার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার

ছবি: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

জরুরি না হলে এই মুহূর্তে বাংলাদেশিদের ভারত না যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত-পাকিস্তানে সংঘাত চায় না বাংলাদেশ। চায় আলাপ-আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন। প্রয়োজনে মধ্যস্থতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। 

কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারত-পাকিস্তান। সীমান্তে গোলাগুলিও করছে দেশ দুটির সেনারা। দেশ দুটির মধ্যে বাংলাদেশ কোন ধরনের দ্বন্দ্ব সংঘাত চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুজরাটে আটক হওয়া ব্যক্তিদের সম্পর্কে ভারত অফিসিয়ালি বাংলাদেশকে কিছুই জানায়নি।  

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে যেনো বড় কোন প্রভাব না পড়ে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৌহিদ হোসেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: