• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইরেশ যাকেরের বিরুদ্ধে সরকার মামলা করেনি: মোস্তফা সরয়ার ফারুকী

প্রকাশিত: ১৫:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইরেশ যাকেরের বিরুদ্ধে সরকার মামলা করেনি: মোস্তফা সরয়ার ফারুকী

ছবি: মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, তাকে (ইরেশ যাকের) ব্যক্তিগতভাবে চিনি, তিনি জুলাই আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। কিন্তু সরকার নয়, একজন ব্যক্তি মামলা দিয়েছেন। আশা করি, পুলিশ সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

উপদেষ্টা আরও বলেন, এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। সবাই এখন মামলা করার স্বাধীনতা পেয়েছে। এটার অপব্যবহার করছে কেউ কেউ। আমি বিশ্বাস করি পুলিশ এই মামলার সঠিক তদন্ত করে, যা সত্য সেটির পক্ষে থাকবে। আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।‎ গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।  

বিভি এ/আই

মন্তব্য করুন: