• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল বোঝাবুঝির অবসান চান জামায়াতের নায়েবে আমীর

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৪৪, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রোহিঙ্গা ইস্যু নিয়ে ভুল বোঝাবুঝির অবসান চান জামায়াতের নায়েবে আমীর

রোহিঙ্গা ইস্যু নিয়ে দেওয়া ব্রিফিংয়ের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফরত চীনা কম্যুনিস্ট পার্টির সাথে বৈঠক করেছে। পরে এ সম্পর্কে যে ব্রিফিং দিয়েছেন তাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তার বক্তব্যের ব্যাখ্যা প্রদান করেন। এর উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতি প্রদান করেছেন তিনি। 

বিবৃতিতে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উল্লেখ করেছেন, গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফররত চীনা কম্যুনিস্ট পার্টির সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং-এ আমি যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বুঝাতে চেয়েছি। আমার বক্তব্যের মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা এ বিবৃতির মাধ্যমে নিরসন হবে বলে আমি আশা করি। এটিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: