ঐকমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ শুরু করেছে সরকার: ড. আলী রিয়াজ

ছবি: ড. আলী রিয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ বলেছেন, তারা এমন একটা সনদ তৈরি করতে চান, যাতে কেউ আর ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংস্কার নিয়ে মতবিনিময়কালে তিনি একথা বলেন। উপযুক্ত সময়ে সংস্কারের জন্য উপযুক্ত কাজ শুরু করেছে সরকার।
বৈঠকের সূচনা বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ঐকমত্যের প্রশ্নে বেশী রশি টানাটানি করলে ছিড়ে যাওয়ার আশঙ্কা করেন। কমিটমেন্ট অনুসারে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রধান ধরে কাজটা আগাতে পারলে এই উদ্যোগ সফল হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের যেহেতু কোন রাজনৈতিক এজেন্ডা নেই তাই ন্যুনতম সময় মে-জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌছাবে বলেও আশা প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক।
বিভি/এমআর
মন্তব্য করুন: