• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যা বললেন সিইসি

প্রকাশিত: ১৪:২৮, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যা বললেন সিইসি

ছবি: বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার

রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে প্রধান নিবার্চন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে ইসি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সবার সহযোগিতা পেলে প্রবাসী ভোটিং এবারের নির্বাচনে সীমিত আকারে শুরু করা হবে। 

সেমিনারে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। প্রবাসী ভোটিংয়ের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট, এই তিন পদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেন, এরইমধ্যে নির্বাচন কমিশনের ডাটাবেইজ হ্যাক হয়েছে, বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেন তিনি। 

গণঅধিকার পরিষদের রাশেদ খান বলেন, কমিশন যে তিনটা পদ্ধতির বিষয়ে চিন্তাভাবনা করছে প্রত্যেকটিতেই কিছু না কিছু ত্রুটি আছে, যার মাধ্যমে জালিয়াতির আশঙ্কা আছে। জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি কথা বলেছে। ১৫ দিনের মধ্যে তারা তাদের পরামর্শ দেবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2