পুলিশের দায়িত্ব তাদের হারানো গৌরব ফেরানো: প্রধান উপদেষ্টা

ছবি: পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধান উপদেষ্টার ভাষণ
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় ভেঙে পড়েছিলো আইনশৃঙ্খলা ব্যবস্থা। পরিবর্তিত পরিস্থিতিতে এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ আগামী নির্বাচন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে বিগত দিনে ব্যাপক জনরোষে পড়ে পুলিশ। এখন পুলিশের দায়িত্ব তাদের হারানো গৌরব ফেরানো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
তিনি ভোটের পরিবেশ ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেন পুলিশ সদস্যদের। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকার কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান, ডক্টর ইউনূস।
বিভি/এমআর
মন্তব্য করুন: