চরম বৈষম্য ও অবহেলার শিকার কারিগরি শিক্ষা: ড. দেবপ্রিয়

ছবি: সিডিপির মিডিয়া ব্রিফিং
সরকারের আমলাতন্ত্র দক্ষতাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে প্রতিন্ধকতা সৃষ্টি করছে মন্তব্য করে সিডিপির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে বৈষম্য ও অবহেলার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। সিপিডির অপর ফেলো ড. মোস্তাফিজুর রহমান মতে, ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে চীনের বড় অংকের বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিডিপির মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার’ বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা বিষয়ক মিডিয়া ব্রিফিং করে সিপিডি। এতে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চরম বৈষম্য ও অবহেলার শিকার কারিগরি শিক্ষা। দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে আমলাতন্ত্র প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলেও মনে করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভবনা তৈরি করেছে বলে মনে করেন ড. মোস্তাফিজুর রহমান। শুধু দক্ষতা ভিত্তিক সমাজ নয়, কারিগরি শিক্ষা সমাজে উদ্যোক্তা তৈরি করতে সহায়ক বলে মনে করে সিডিপি।
বিভি/এমআর
মন্তব্য করুন: