• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচন প্রসঙ্গে ইতালির সংবাদমাধ্যমকে যা বলেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৩০, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৫৭, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন প্রসঙ্গে ইতালির সংবাদমাধ্যমকে যা বলেছেন প্রধান উপদেষ্টা

ছবি: রাই নিউজকে সাক্ষাৎকার দিচ্ছেন প্রধান উপদেষ্টা

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের ফাঁকে ইতালির সংবাদমাধ্যম রাই নিউজকে একটি সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও সুপারিশের সমঝোতার ইস্যুগুলো ঐকমত্য কমিশন জুলাই সনদে তুলে ধরবে। তারপর আমরা নির্বাচন করবো। আশা করি, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, টানা ১৫ বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পরই হবে ভোট। প্রধান উপদেষ্টা বলেন, ‘সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার। ভেঙে পড়েছিলো সবকিছু। এই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করে আবার বাংলাদেশকে ঠিক অবস্থানে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার।

ড. ইউনূস বলেন- পোপ ফ্রান্সিস ছিলেন শান্তির দূত, তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন। সেই সঙ্গে ড. ইউনূস তার তিন শূন্য তত্ত্ব আগামীর পৃথিবীর জন্য যে জরুরি সেটা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2