• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ হেফাজতের

প্রকাশিত: ২২:১১, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ হেফাজতের

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যকে করিডোর দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নেওয়া নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

মামুনুল হক বলেন, বাংলাদেশকে ব্যবহার করে সাম্রাজ্যবাদী শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, দেশপ্রেমিক শক্তি হিসেবে হেফাজতে ইসলাম কোনোভাবেই তা সমর্থন করে না।

তিনি জানান নারী সংস্কার কমিশনের প্রস্তাবে সবাই উদ্বিগ্ন। নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন ও সুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার এবং ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ- এই চার দফা দাবির কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

আগামী ৩ মে চার দফা দাবিতে হেফাজতে ইসলাম মহাসমাবেশ করবে। সকাল নয়টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ দলটি। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2