• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

প্রকাশিত: ২২:২০, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম

ছবি: মডেল মেঘনা আলম

কারামুক্ত হয়েছেন মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।

এর আগে, গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জামিন পান মডেল মেঘনা আলম। এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত।

গত ১৭ এপ্রিল এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলায় মেঘনা আলম ও ব্যবসায়ী দেওয়ান সমিরসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে বসুন্ধরার থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন রাতে ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ ডিটেনশন আইনে মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। বেশ আলোচনা-সমালোচনা হয় এই ঘটনাটি নিয়ে।

এরপর মেঘনা আলমকে পরোয়ানা ছাড়া গ্রেফতার ও কারণ না উল্লেখ করে ২৪ ঘণ্টার বেশি হেফাজতে রাখার প্রশ্নে রুল জারি করে হাইকোর্ট।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2