রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার কারণ তদন্তের ঘোষণা দিয়েছেন সুচি
রাখাইন রাজ্য ছেড়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার কারণ তদন্তের ঘোষণা দিয়েছেন মিয়ানমার নেত্রী অং সাং সুচি। রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এর আগে, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পর ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াও রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধে অং সাং সুচির প্রতি আহ্বান জানায়।
রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক চাপ আর বিতর্কের মুখে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সুচি। এসময় রাখাইন থেকে বহু রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে স্বীকার করেন তিনি। জানান, সরকারের ১৮ মাসেই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক তদন্তে মিয়ানমার ভীত নয় বলেও জানান তিনি। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে রাখাইনে যাওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সুচি।
সেই সাথে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের আশ্বাসও দেন সুচি। এর আগে, সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশে আশ্রয় নেয়া চার লাখেরও বেশি শরণার্থীকে রাখাইনে ফিরিয়ে নিতেও সুচির প্রতি আহ্বান জানান। বৈঠকে তুরস্ক, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, সুইডেন, বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: