শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে ১২ কেজি স্বর্ণ জব্দ

ফাইল ছবি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজারমূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা।
সোমবার (২৫ অক্টোবর) সকালে সংস্থাটির মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের দুবাইফেরত কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮ এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
এই বিষয়ে কাকরাইল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিভি/এওয়াইএইচ
মন্তব্য করুন: