করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি

ফাইল ছবি
করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বাসায় ফিরেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি।
গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি বিএসএমএমইউ- তে ভর্তি হন। আগের দিন একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফয়েজ।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান-এর নেতৃত্বে আপিল বিভাগের বিচার কাজ চলে।
বিভি/এএন
মন্তব্য করুন: