ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ ভোট না দেওয়ার কারণ জানালেন তথ্যমন্ত্রী

ছবিঃ রয়টর্স
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা প্রস্তাবে বাংলাদেশ কৌশলগত কারণেই ভোটদানে বিরত ছিল বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রামের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘে ভোট না দেওয়া নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের পররারাষ্ট্রনীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব। আমরা অবশ্যই সংঘাত-যুদ্ধের বিরুদ্ধে। কৌশলগত কারণেই বাংলাদেশ ভোটদানে বিরত থেকেছে।
ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশী নাবিকদের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী প্রশংসা পাবার যোগ্য বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
বিভি/ এনটি/ কেএস
মন্তব্য করুন: