শাহজালাল বিমানবন্দর
ইউক্রেনে নিহত হাদিসুরের ছবি হাতে বাবা-মা’র আহাজারি

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বাবা-মা ও ভাইয়ের আহাজারিতে ভারি হয়ে উঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা।
বুধবার (৯ মার্চ) দুপুর ১২টায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকদের বহনকারী টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট ৭২২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে যান হাদিসুরের বাবা-মা ও ভাই।
ওই জাহাজটিতে মোট ২৯ জন নাবিক ছিলেন যার মধ্যে রাশিয়ার রকেট হামলায় নিহত হন হাদিসুর। হাদিসুরকে রেখে দেশে ফিরে এলেন ২৮ নাবিক। তাদের আসার খবর পেয়ে বিমানবন্দরে যান হাদিসুরের পরিবারের সদস্যরাও। নাবিকরা যখন বিমান থেকে নেমে আসতে থাকেন তখন নিহত ছেলের জন্য আর্তনাদ করতে থাকেন হাদিসুরের বাবা-মা। বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ছেলের ছবি বুকে জড়িয়ে বিলাপ করতে থাকেন তারা।
এদিকে বিমানবন্দরে পৌঁছানোর পর দেশে ফেরা ২৮ নাবিক শারীরিক চেকআপ শেষে বাসায় ফেরেন। এর আগে মঙ্গলবার রাত পৌনে দুইটায় (বাংলাদেশ সময়) ফ্লাইটিতে বাংলাদেশের উদ্দেশে রওনা হন নাবিকরা।
গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। পরদিন ৩ মার্চ অক্ষত অবস্থায় জাহাজটি থেকে ২৮ নাবিককে সরিয়ে নেয়া হয়।
বিভি/এনএম
মন্তব্য করুন: