• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৮০ বছর পর ৪০ শতাংশ জায়গা দখলমুক্ত

প্রকাশিত: ১৯:৪৬, ৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
৮০ বছর পর ৪০ শতাংশ জায়গা দখলমুক্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে রাজধানীর রায় সাহেব বাজারে ৮০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৪০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে।  বুধবার (৯ মার্চ) দিনব্যাপী অভিযানে এই দখলমুক্ত করা হয়।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তার দিকনির্দেশনায় করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খানের যৌথ নেতৃত্বে রাজধানীর ধোলাইখাল মার্কেটখ্যাত রায় সাহেব বাজার মোড়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দুইটি অবৈধ দোতলা বিল্ডিং ও ৯৫টি অবৈধ স্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। অভিযানে মোট ০.৩৯৮০ একর জায়গা উদ্ধার করা হয়। 

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, জায়গাটি দক্ষিণ সিটি করপোরেশনের সিএস-আরএস রেকর্ডীয় মালিকানার জমি। কিন্তু বিগত ৮০ বছর ধরে একটি মহল সেখানে স্থায়ী ভবন ও দোকান নির্মাণ করে তা অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। আমরা মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক আজকে সেখানে অভিযান পরিচালনা করেছি এবং প্রায় ৪০ শতাংশ জায়গা উদ্ধার করেছি। 

রেকর্ড দেখে পর্যায়ক্রমে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2