রাজশাহীতে দেওয়াল ধসে পড়ে নিহত ১, আটকে আছে আরও কয়েকজন

প্রতীকী ছবি
রাজশাহীতে নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেওয়ালের নিচে চাপা পড়েছেন আরও অন্তত ৫ জন শ্রমিক। চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১২ মার্চ) বিকেলে মহানগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল ইসলাম জানান, আহত আট শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। দেয়ালের নিচে আর কেই চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বিভি/কেএস
মন্তব্য করুন: