• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাসপাতালে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

প্রকাশিত: ১০:০৬, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
হাসপাতালে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

ফাইল ছবি

তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে ফ্লাইটে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার বিকাল ৩টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর অসুস্থ বোধ করলে ড. মোমেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তার বিশ্রামের প্রয়োজন বলে ডাক্তার পরামর্শ দিয়েছেন।’

গত সোমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় অ্যান্তলিয়া ডিপ্লোমেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন। 

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-জার্মান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যান। সেখান থেকে আন্তালিয়া কূটনীতি ফোরামে যোগ দিতে ১১ মার্চ তুরস্কে যান।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2