• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিন্ডিকেটকারীরাই টিকিটের দাম চারগুণ বাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:১৭, ১৪ মার্চ ২০২২

আপডেট: ২০:১৮, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সিন্ডিকেটকারীরাই টিকিটের দাম চারগুণ বাড়িয়েছে

রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ

বিমানসহ এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে বিদেশগামী কর্মীদের টিকিটের মূল্য তিন থেকে চারগুণ বাড়িয়েছে বলে অভিযোগ করেছে বায়রার সদস্যরা। সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানবপাচার আইনে র‌্যাবের হয়রানি বন্ধসহ বিমানের টিকিটের মূল্য কমানোর দাবিতে ‘রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদ’ এর উদ্যোগে আয়োজিত মানবন্ধনে বক্তারা এই অভিযোগ করেন। সংগঠনের সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে কর্মসূচিতে বায়রার সদস্যরা অংশ নেয়। 

মানববন্ধনে মধ্যপ্রাচ্যের ওয়ানওয়ে টিকিটের দাম ৭০ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চড়া মূল্যের টিকিটের টাকা যোগাতে বিদেশগামী কর্মীদের নাভিশ্বাস  হয়ে উঠছে বলেও অভিযোগ করেন তারা। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে একাই রুটের টিকিট বিক্রি হচ্ছে মাত্র ত্রিশ পয়ত্রিশ হাজার টাকায়। 

টিপু সুলতান বলেন, ২০২১ সালের ২১ নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের হয়রানিমূলক গ্রেফতার অভিযান চলমান রয়েছে। অসংখ্য রিক্রুটিং এজেন্সির মালিককে অভিযোগের সত্যতা যাচাই না করেই জেলে পাঠানো হয়েছে।

যারা অবৈধ পথে সাগর বা সীমান্ত দিয়ে মানবপাচার করে নিরীহ যুবকদের জীবন হরণ করে ক্ষমার অযোগ্য অপরাধ করছে। এসব মানবপাচারকারী দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে মানবপাচার আইনের দোহাই দিয়ে র‌্যাব ও আইনশৃঙখলা বাহিনীর হয়রানি বন্ধসহ বিদেশগামী কর্মীদের স্বার্থে বিমানের টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের জোর দাবি জানান।

এই সময় চলমান সংকট সমাধানে প্রস্তাবনা সমূহ তুলে ধরেন
বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতিদ্রুত ফ্লাইট সংখ্যাবৃদ্ধি করা; রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাংলদেশ বিমান সহ সকল এয়ারলাইন্সে লেবার ফেয়ার নির্ধারণ করা; এয়ার লাইন্স সমূহ যাহাতে স্লট বরাদ্দ (টিকেট সিন্ডিকেট) করে দুই থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া অনৈতিকভাবে নির্ধারণ করতে না পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন রেগুলেটরি বোর্ড গঠন করা প্রয়োজন এবং বাংলাদেশকে ওপেন ফ্লাই স্কাই ঘোষণা বাস্তবায়ন করে নতুন এয়ারলাইন্সকে আমন্ত্রণ জানিয়ে মধ্যপ্রাচ্যে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া দরকার। 

সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরামের আহবায়ক আলহাজ মো. মোশাররফ হোসেন, রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের মহাসচিব মো. আরিফুর রহমান, সহসভাপতি শাহরিয়ার হোসেন, হাফিজুর রহমান, মকবুল আহমেদ, ইনাম আব্দুল্লাহ মহসীন, আহমেদুল্লাহ বাচ্চু, মো.আনোয়ার হোসেন, খোরশেদ আলম, মুফতি সানা উল্লাহ ও শান্ত দেব সাহা এসময় বক্তব্য রাখেন।

বিভি/এএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2