বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না, আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর (ভিডিও)
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশে তেল সরবরাহ করবে সৌদি। এমন সময়েও তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।
বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
ড. আব্দুল মোমেন সংলাপ শেষে জানান, খুব ভালো আলোচনা হয়েছে। সৌদি আরব মধ্যপ্রাচ্য জুড়ে ৫০ বিলিয়ন গাছ লাগাবে। এর মধ্যে ১০ বিলিয়ন সৌদিতে এবং বাকি ৪০ বিলিয়ন পুরো সৌদি আরবে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যে ৫০ বিলিয়ন গাছ লাগানো প্রকল্পে অংশীদার হতে চায়
এছাড়া সৌদির খাদ্য নিরাপত্তা প্রকল্পেও অংশীদার হতে চাওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদি কোম্পানির বিনিয়োগের আহবান জানানো হয়েছে। সার্বিকভাবে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
আলোচনা শেষে কাস্টমস সহযোগিতা চুক্তি ও ফরেন সার্ভিস একাডেমির সঙ্গে বাদশাহ ফয়সাল ইনিস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।
বিভি/এএন
মন্তব্য করুন: