• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শবে বরাতে বাড়তি নিরাপত্তা জোরদারঃ র‌্যাব

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
শবে বরাতে বাড়তি নিরাপত্তা জোরদারঃ র‌্যাব

ফাইল ছবি

পবিত্র শবেবরাত উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার (১৮ মার্চ) মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘প্রতি শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা,আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র‌্যাব টহল থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে,যাতে কেউ উশকানিমূলক কোনো কাণ্ড ঘটাতে না পারে।’

এতিম ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অনেকে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2