পুরান ঢাকার নিমতলীতে প্লাস্টিক কারখানায় আগুন

ফাইল ছবি
পুরান ঢাকার বংশালে প্লাস্টিকের পাইপ তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের (মিডিয়া সেল) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, পুরান ঢাকার বংশালে নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় বাবা-মার দোয়া প্লাস্টিকের পাইপের কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে বিকাল ৪টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় ৫টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
কারখানার মালিক হাজী মাসুদ বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: