• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদের জানাজা রবিবার

প্রকাশিত: ১৩:০১, ১৯ মার্চ ২০২২

আপডেট: ১৩:২৫, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
জাতীয় ঈদগাহে সাহাবুদ্দীন আহমদের জানাজা রবিবার

সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের (৯২) দ্বিতীয় নামাজে আগামীকাল রবিবার জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সাইফুর রহমান বলেন, সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ২টায় তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেময়ীত গ্রামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাহাবুদ্দীন আহমদ। গত ২৪ ফেব্রুয়ারি সঙ্কটাপন্ন অবস্থায়  সাহাবুদ্দীন আহমদকে সিএমএইচে ভর্তি করা হয়। গত কয়েক বছর ধরে সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2