‘শুধু বাংলাদেশ নয়, দ্রব্যমূল্য বাড়ায় বিশ্ববাসী কষ্টে আছে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শুধু বাংলাদেশ নয়, দ্রব্যমূল্য বাড়ায় সারা বিশ্বের মানুষ কষ্টে রয়েছে। তবে জনগণের কথা মাথায় রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেকাজ করে যাচ্ছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য আজীবন বাড়তেই থাকবে। তবুও সরকার দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আর দেশের কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে সরকারের সুনাম নষ্ট করছে।
জাবির আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) নুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: