রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দিলেন দুদক চেয়ারম্যান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বার্ষিক প্রতিবেদন ২০২০ ও ২০২১ জমা দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
রবিবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া হয়।
বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে সংস্থাটির কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক ও সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
জানা যায়, এবারের প্রতিবেদনে দুর্নীতির ৩২টি উৎস চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত এসব দুর্নীতি প্রতিরোধে চারটি খাতে ২৪টি সুপারিশ করা হয়েছে।
বিভি/এইচকে
মন্তব্য করুন: