এতিমের সংজ্ঞায় `মাতৃহীন` শব্দও অন্তর্ভুক্তির সুপারিশ

এতিমের সংজ্ঞায় 'পিতৃহীন' শব্দের পাশাপাশি 'মাতৃহীন' শব্দটি অন্তর্ভুক্তির সুপারিশ করেছে সংসীয় স্থায়ী কমিটি। আর তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। রবিবার (২০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সাগুপতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান এবং আরমা দত্ত অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে যোগ দেন।
বৈঠকে ১৬তম সভায় গৃহীত সিদ্ধান্তসমুহ বাস্তবায়নের অগ্রগতি, এতিমখানা (সরকারি ও বেসরকারি) এর নিবন্ধন নীতিমালা ও ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ প্রদান এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি প্রকৃত চা-শ্রমিক যাতে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন বরাদ্দকৃত ঘরের মালিক হতে পারে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করে দ্রুত একটি যুগপোযোগী নীতিমালা করার সুপারিশ করে।
বৈঠকে এতিমখানায় (সরকারি ও বেসরকারি) প্রদত্ত ক্যাপিটেশন গ্রান্ট যথাযথভাবে ব্যবহারের সুপারিশ করা হয়।
বৈঠকে দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নীতিমালা দ্রুত প্রণয়ন সাপেক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণের সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/এইচকে
মন্তব্য করুন: