• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পর্দার কারণে এনআইডিতে ছবির বদলে বায়োমেট্রিক করার দাবি

প্রকাশিত: ০৯:০৪, ২২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পর্দার কারণে এনআইডিতে ছবির বদলে বায়োমেট্রিক করার দাবি

মহিলা আনজুমের সংবাদ সম্মেলন

ইসলামের ধর্মীয় বিধান মতে পর্দা করা ফরজ। আর এই ফরজ বিধান রক্ষায় জাতীয় পরিচয়পত্রে ছবি রাখতে আপত্তি তুলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি জানিয়েছে মহিলা আনজুমান, রাজারবাগ দরবার শরীফ। এই দাবিতে তারা একটি সংবাদ সম্মেলনও করেছে। 

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান সদস্য শারমিন ইয়াসমিন এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আমাদের দেশে ধর্মীয় বিধান মেনে চলা অনেক মানুষ আছেন। সেই সঙ্গে আছেন অসংখ্য পর্দানশিন নারীও। যারা পবিত্র কোরআন-সুন্নাহ অনুসারে পরিপূর্ণ পর্দা করার চেষ্টা করেন। অথচ একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা পেতে জাতীয় পরিচয় পত্রসহ বিভিন্ন কাগজ করার সময় চেহারা খুলে ছবি তুলতে হয়। চেহারা খুলে ছবি না তোলার কারণে এসব নারীরা জাতীয় পরিচয়পত্রসহ অনেক সরকারি কাগজ তৈরি করতে পারছেন না। তাই এ নিয়মের পরিবর্তন জরুরি।

দাবি জানিয়ে তিনি বলেন, পরিচয় শনাক্তকরণে বর্তমান বিশ্বের অনেক দেশেই আধুনিক বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। তাই, পর্দানশিন নারীদের শনাক্তকরণে ছবি পদ্ধতির বদলে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, মহিলা আনজুম হলো রাজারবাগ দরবার শরীফের নারীদের শাখা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2