অনলাইনে টিকিট বিক্রি বন্ধ, কমলাপুরে যাত্রীদের দীর্ঘ লাইন

ফাইল ছবি
অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না নির্দিষ্ট গন্তব্যের টিকিট। যাত্রীদের দীর্ঘ চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন টিকিট বুকিং মাস্টাররা। যাত্রীদের অভিযোগ, হুট করে অনলাইন টিকিটিং বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা।
রেলওয়ে জানায়, অনলাইন টিকেটিং কার্যক্রম সিএনএস থেকে সহজে ট্রান্সফার জনিত কারনে ২১ মার্চ থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত রেলের অনলাইন টিকেটিং কার্যক্রম বন্ধ থাকবে।
গত ১৪ মার্চ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ২৬ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু করবে সহজ। অনলাইনে টিকিট বিক্রি যে কয় দিন বন্ধ থাকবে ঔ দিনগুলোতে সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে, যেখানে কোন কোটা বা আসন সংরক্ষণ করা হবে না।
বিভি/ এসআই
মন্তব্য করুন: