• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ডায়াবেটিসের নতুন কারন জানালেন বাংলাদেশি বিজ্ঞানীরা

প্রকাশিত: ১৮:২২, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ডায়াবেটিসের নতুন কারন জানালেন বাংলাদেশি বিজ্ঞানীরা

ডায়াবেটিসের অন্যতম প্রধান কারন আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া বলে দাবি করেছেন বাংলাদেশি একদল গবেষক। বুধবার (২৩ মার্চ) বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিস্কারের তথ্য তুলে ধরা হয়। এই গবেষণায় বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক যুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে গবেষক দলের প্রধান মধু এস মালো বলেন, বিগত পাঁচ বছরে ৩০ থেকে ৬০ বছর বয়সী  প্রায় ছয়’শ মানুষের ওপর গবেষণা করে ডায়াবেটিসের নতুন কারণ সম্পর্কে জানা গেছে। আমাদের এই গবেষণার বিস্তারিত ফলাফল ব্রিটিশ মেডিকেল জার্নালে ছাপা হয়েছে।

দলটি জানায়, ইন্টেস্টিনাইল অ্যালকালাইন ফসফাটেস নামক এনজাইম মানবদেশেল অন্ত্রে থাকা টক্সিন ধ্বংস করে দেয়। এর ফলে শরীরে এনজাইমের ঘাটতি দেখা দেয় ফলশ্রুতিতে মানবশরীরে অতিরিক্ত টক্সিন জমা হয় যা রক্তের সিস্টেমিক প্রদান সৃষ্টি করে। এর ফলে একদিকে যেমন ডায়াবেটিস হতে পারে, তেমনি ইশকেমিক হার্ট ডিজিজও হতে পারে।

গবেষকরা বলছেন, যাদের শরীরে ইন্টেস্টিনাইল অ্যালকালাইন ফসফাটেস নামের এনজাইম তুলনামূলক কম তারা ১৩ দশমিক গুণ বেশি ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই দলটি নিশ্চিত করে বলছেন, যাদের দেহে উল্লিখিত এনজাইমের পরিমাণ কম, তাদের এই এনজাইম খাওয়ানো হলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

 

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2