দেশে ফিরলেন মিয়ানমারে কারাবন্দি ৪১ বাংলাদেশি

সংগৃহীত ছবি
বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে মিয়ানমার সীমান্ত রক্ষীদের হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা শেষে দেশে ফিরেছেন ৪১ বাংলাদেশি নাগরিক।
বুধবার (২৩ মার্চ) মিয়ানমারের অভ্যন্তরে মংডুর পিওইতে দুই দেশের বিজিবি ও বিজিপির অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। আর মিয়ানমারের পক্ষে বিজিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নম্বর ১ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ পুলিশের অধিনায়ক লে. কর্নেল কাও না ইয়াং শো।
বৈঠকে দীর্ঘ সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও দুই দেশের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশের প্রতিনিধি দলের মতামত ব্যক্ত করেন।
এরপর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) অধিনায়ক ৪১ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) অধিনায়কের কাছে হস্তান্তর করেন। তারপর তাদের নিয়ে বিকেল ৩টার দিকে টেকনাফ ফিরে আসে বিজিবি প্রতিনিধি দল।
টেকনাফ জালিয়াপালং ঘাটে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গমনের অপরাধে বিজিপির হাতে ধরা পড়ে সে দেশের কারাগারে সাজাভোগ করে আসছিলো। এই ধরনের সাজাভোগ করা ৪১ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং বাংলাদেশ কনস্যুলেটের দীর্ঘ এক বছরের প্রচেষ্টার ফলে মিয়ানমার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ৪১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, মিয়ানমার থেকে ফেরত আনা ৪১ জন বাংলাদেশি নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেশে ফেরত আসা ৪১ জনের মধ্যে মৌলভীবাজার জেলার ১ জন, কক্সবাজারের উখিয়া উপজেলার ২ জন, টেকনাফ উপজেলার ২২ জন, পার্বত্য জেলা রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৭ জন ও খাগড়াছড়ির ১ জন রয়েছেন।
বিভি/এএন
মন্তব্য করুন: