• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অ্যাপসে মিলবে না, ট্রেনের টিকিট নিতে হবে ওয়েবসাইট থেকে

প্রকাশিত: ২০:৫০, ২৩ মার্চ ২০২২

ফন্ট সাইজ
অ্যাপসে মিলবে না, ট্রেনের টিকিট নিতে হবে ওয়েবসাইট থেকে

গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে ট্রেনের অনলাইন টিকিট কেনার সুযোগ। মূলত সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে আগামী শুক্রবার (২৫ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে এই সুবিধা। তবে শুক্রবার রাত থেকেই আবারও চালু হবে এই সুবিধা।

এ সময়ের মধ্যে পুরনো পদ্ধতিতে হাতে লিখে টিকিট বিক্রি করা হচ্ছে। শুক্রবার রাত ১২ টা থেকে পুনরায় অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। শুরুতে শুধু ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। থাকবে না কোন মোবাইল অ্যাপ।

গত ১৪ মার্চ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের মেয়াদ শেষ হওয়ায় এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে ‘সহজ’। তাদের অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে।

জানা গেছে, নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।

এর আগে দীর্ঘ ১৫ বছর ধরে ট্রেনের টিকিট বিক্রি করে আসছিল কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সম্প্রতি সিএনএস এর সঙ্গে চুক্তি বাতিল করে রেলওয়ে। পরে রেলওয়ে ও সহজের মধ্যে ৫ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2