‘টিপু হত্যায় জড়িতদের ছাড় নয়, অবিলম্বে গ্রেফতার করা হবে’

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির খুনিদের দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডিতে মন্ত্রীর বাসভবনে বাংলাভিশনকে একথা বলেন।
মন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। হত্যার রহস্য উম্মোচনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি আরও বলেন, এই ঘটনা নিয়ে যারা কলকাঠি নাড়ার চেষ্টা করবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জড়িত কেউই রেহাই পাবে না এবং অতি দ্রুত অপরাধীরা ধরা পড়বে।
বিভি/এসএইচ/এজেড
মন্তব্য করুন: