• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কলেজ ছাত্রী প্রীতি ও আ.লীগ নেতা টিপু`র ঘাতক মাসুম গ্রেফতার

প্রকাশিত: ১২:০৮, ২৭ মার্চ ২০২২

আপডেট: ১৪:২৫, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কলেজ ছাত্রী প্রীতি ও আ.লীগ নেতা টিপু`র ঘাতক মাসুম গ্রেফতার

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডে জড়িত প্রধান শুটারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল শনিবার (২৭ মার্চ) এই তিনজনের মধ্যে একজনকে সাতক্ষীরা সীমান্ত থেকে এবং অন্য দুজনকে রাজধানী ঢাকা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাতক্ষীরা থেকে আটক করা যুবকই মূলত আলোচিত এই হত্যাকাণ্ডে শ্যুটার (গুলিবর্ষণকারী) হিসেবে অংশ নেয় বলে জানতে পেরেছে তদন্তকারীরা। ছাড়া এই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা আরও দুই সন্ত্রাসীর নাম-পরিচয় পেয়েছে গোয়েন্দারা, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টিপু হত্যার শ্যুটারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন নেপথ্য কুশীলবদের ধরতে অভিযান শুরু করেছে তদন্তসংশ্লিষ্ট পুলিশ গোয়েন্দা কর্মকর্তারা।

 

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2