আজো বেতনের দাবিতে রেডিও টুডের কর্মীদের সড়কে অবস্থান

অবিলম্বে ৬ মাসের বকেয়া বেতন ভাতা সহ সকল ন্যয্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর নিপিড়ীত কর্মীরা।
রোববার (২৭ মার্চ) ভুক্তভোগী কর্মীদের ন্যায্য দাবী আদায়ে গঠিত ক্ষতিপুরন আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেকের সঞ্চালনায় সকাল ১১টায় কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচির একপর্যায়ে রেডিও টুডের বিক্ষুব্ধ কর্মীরা কামাল আতাতুর্ক এভিনিউয়ে সড়কের উপরে বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এরআগে গত ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মীরা। জানাগেছে, গতদুই মাস ধরে আন্দোলন করছেন তারা। ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিক কর্মসূচি দেন নিপিড়ীতরা।
ভুক্তভোগী রেডিও টুডের কর্মীরা বলেন, দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯ দশমিক ৬ এ বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভীষণভাবে অনিয়মিত। বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫-৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
তারা আরও বলেন, বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য শত অনুনয় বিনয় ও আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানান টালবাহানা ও ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। একই সঙ্গে কর্মীদের চাকরি থেকে নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভি/এনএম
মন্তব্য করুন: