হরতালে বাস-মিনিবাস চালানোর ঘোষণা মালিক সমিতির

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজ সোমবার অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে ‘অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে’ হরতাল ডাকা হয়েছে-এমন দাবি করে ঢাকা ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি।
গত শনিবার (২৬ মার্চ) সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাম গণতান্ত্রিক জোটের ডাকা সোমবারের হরতালের ব্যাপারে ঢাকাস্থ পরিবহণ মালিক-শ্রমিকদের মধ্যে যৌথ সভা হয়েছে। সভায় পরিবহণ নেতারা জানিয়েছেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করেন না। তাই সোমবার ঢাকা শহর এবং আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলবে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ করেছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। মালিক-শ্রমিকদের যৌথ সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে।
বিভি/এনএম
মন্তব্য করুন: