• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাফল্য

প্রকাশিত: ২১:৪৫, ২৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের লক্ষ্য অর্জনে বাংলাদেশের সাফল্য

২০২৫ সালের মধ্যে মাসিক ইন্টারনেট খরচ মাথাপিছু আয়ের ১.৩৬ শতাংশ এবং ইন্টারনেট খরচ মাথাপিছু আয়ের ২ শতাংশের নিচে হতে হবে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন এই লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের লক্ষ্য অর্জন করায় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভা করেছে বিটিআরসি। সোমবার (২৮মার্চ) বিটিআরসির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ভূটান, মিয়ানমার ও নেপাল এই লক্ষ্য অর্জন করে। সম্প্রতি, আন্তর্জাতিক টেলিকম ইউনিয়ন (আইটিইউ) প্রকাশিত ‘দ্য অ্যাফোর্ডেবিলিটি অব আইসিটি  সার্ভিসেস ২০২১’ নামক বৈশ্বিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাঙ্গালী হিসেবে আজকের দিনটি অনেক গর্বের।

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘আগামীদিনে দেশে ব্যান্ডইউথের কোন ঘাটতি হবে না। তৃতীয় সাবমেরিনে যুক্ত হওয়ার আগে প্রথম ও দ্বিতীয় সাবমেরিন দিয়ে দেশে ইন্টারনেটের চাহিদা পুরণ করা যাবে।

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, আবু সৈয়দ দিলজার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2