• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বিকালে

প্রকাশিত: ১২:২৭, ৩০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বিকালে

সংগৃহীত ছবি

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল আজ (বুধবার) বিকালে প্রকাশ করা হবে। এই বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়তে পারে বলে জানা গেছে। এই লক্ষ্যে আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভা ডাকা হয়েছে। 

বুধবার (৩০ মার্চ) গণমাধ্যমকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলফলা প্রকাশ করা হতে পারে। কমিশনের সভা ডাকা হয়েছে। সকাল থেকে ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু করা হচ্ছে। কমিশনে অনুমোদন হলে তা প্রকাশ করা হবে। ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারের পদ বাড়ানো হচ্ছে।

অন্য একটি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানো হতে পারে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো পিএসসি। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে তখনই জানানো হয়েছিলো।

এই বিসিএসে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরও ৪০টি পদ বাড়বে বলে পিএসসির বিশেষ সূত্র জানিয়েছে।
 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2