• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাহ্মণবাড়িয়ায় ক্বারী আব্দুল বাসেতের ছেলে

২০২৩ সালে বাংলাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার ঘোষণা

প্রকাশিত: ১৮:০৭, ৩০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
২০২৩ সালে বাংলাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার ঘোষণা

বাংলাদেশে সফরত ক্বারী আব্দুল বাসেতের ছেলে ক্বারী ইয়াসির আব্দুল বাসেত ও অন্যান্যরা

বাংলাদেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারে আগামী বছর। এমনটাই ঘোষণা দিয়েছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী। গত সোমবার (২৮ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিশরের প্রখ্যাত ক্বারী শায়খ আব্দুল বাসেতের ছেলে ক্বারী ইয়াসির আব্দুল বাসেত। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শায়খ নাসির উদ্দিন নেসারী বলেন, যেহেতু বাংলাদেশের কুরআনের হাফেজরা বিভিন্ন দেশে আনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার বিজয়ী হচ্ছে। সেদিকে লক্ষ্য করে বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা করা সময়ের দাবি।

তিনি জানান, দীর্ঘ সময় ধরে দেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ নিয়ে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামীম মুহাম্মদ আফজালের সাথেও একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর আশ্বাসে প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিলো।

কিন্তু করোনা মহামারীর কারণে তা আর আলোর মুখ দেখেনি। দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক। আশা করছি আগামীতে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে পারবো। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আসর বসবে বাংলাদেশে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2