১০ হাজার ৬৪৫ কোটি টাকার স্পেকট্রাম কিনলো চার অপারেটর

শেষ হয়েছে ফাইভজি স্পেকট্রাম নিলাম। দেশের চার মোবাইল অপারেটর এই নিলামে অংশ গ্রহণ করে। ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ নামে এই নিলামে চার মোবাইল অপারেটর ১০ হাজার ৬৪৫ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, নিলামে গ্রামীণফোন ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ, রবি ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ, বাংলালিংক ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৪০ মেগাহার্টজ, টেলিটক ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। সবমিলে স্পেকট্রাম বিক্রি হয়েছে ১ হাজার ২৩৫ মিলিয়ন ডলার যা টাকায় ১০ হাজার ৬৪৫ কোটি টাকা ।
২২টি ব্লকে স্পেকট্রাম নিলামে হয়েছে যার মধ্যে ২ দশমিক ৩ গিগাহার্টর্জে ১০টি এবং ২ দশমিক ৬ গিগাহার্টজে ১২ টি ব্লক ছিলো।
বিটিআরসি’র শর্ত অনুযায়ী, স্পেকট্রাম ক্রয়ের ৬ মাসের মধ্যে ফাইভজি চালু করতে হবে অপারেটরদের। এসব স্পেকট্রাম ব্যবহার করে ফোরজি’র নেটওয়ার্ক উন্নয়নেও ব্যবহার করা যাবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: