আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন

হাসান আরিফ ফাইল ছবি
বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর।
শুক্রবার (১ এপ্রিল) বেলা ১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। কিডনি জনিত সমস্যার কারণে তাঁর শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে গিয়েছিল।
গোলাম কুদ্দুছ বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে গত ডিসেম্বর থেকে অসুস্থ ছিলেন তিনি। এরপর তার শরীরের উন্নতি ঘটেনি। অবশেষে আজ দুপুরে চলেই গেলেন।’
হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। আশির দশকের মাঝামাঝি সময় থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছিলেন হাসান আরিফ।
বিভি/এইচএস
মন্তব্য করুন: