• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দক্ষিণ সিটির গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০৭:৫৩, ২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দক্ষিণ সিটির গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর, আহত স্বামী

খিলগাঁওয়ের ম্যাপ গুগল থেকে নেয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত ও স্বামী গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম নাসরিন খানম (১৯)। আর আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেল চালক মো. শিপন (২৩)।

শুক্রবার (১ এপ্রিল) রাত ১১টার দিকে তিলপাপাড়া ১৩ নম্বর রোডে লাকী ফার্মেসির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার এসআই সোনিয়া পারভীন।

তিনি বলেন, লাকী ফার্মেসির সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাসরিন ঘটনাস্থলেই মারা যান। পরে পথচারীরা নাসরিন ও শিপনকে খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।

শিপনের বাসা দক্ষিণ গোরানে জানিয়ে তিনি বলেন, পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যান।
তারা পুলিশকে জানায়, ‘যেহেতু মানুষই বেঁচে নেই; তাহলে ঝামেলায় জড়িয়ে কী হবে।’

শিপনের আহতের ধরন গুরুতর নয় জানিয়ে তিনি বলেন, শিপন ট্রমায় আছেন। তিনি একটি কারখানায় মিস্ত্রির কাজ করেন।

দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়িচালক বকুল মিয়াকে আটক করে পুলিশ। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ডিউটি অফিসার সোনিয়া পারভীন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2