• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজানের প্রথম দিনই বাড়লো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

প্রকাশিত: ১৬:২৪, ৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:১৪, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
রমজানের প্রথম দিনই বাড়লো এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

আরও এক দফা বাড়লো তরলিকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম।  রমজানের প্রথম দিনেই আরেক দফা দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ১২ কেজি সিলিন্ডারে ভোক্তা পর্যায়ে আরো ৪৮ টাকা বাড়িয়ে সর্বশেষ দাম ধরা হয়েছে ১ হাজার ৪৩৯ টাকা। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন:

এ নিয়ে চলতি বছরের চার মাসের মাথায় চারবার দাম বাড়লো। গত ৩ মার্চ এলপি গ্যাসের ১২ কেজির দাম ১২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা করা হয়েছিল। একইভাবে গত ৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে ৬২ টাকা বৃদ্ধি করে ১২৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ছিল ১১৭৮ টাকা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। তিন মাসের মাথায় বেড়েছে ২৩৯ টাকা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2