নিজের বাসার পানিতেও গন্ধ পান ওয়াসার এমডি তাকসিম

রাজধানীর নয়াপল্টনে নিজের বাসায় সরবরাহের পানিতের কিছুটা গন্ধ পান বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি বলেন, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, শীতলক্ষ্যার চরম দূষিত পানি পরিশোধনের পরও তাতে অ্যামোনিয়ার গন্ধ থেকে যায়। তাই কিছু এলাকার পানিতে এ গন্ধ থাকে।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর অনুষ্ঠানে যোগ দিয়ে ওয়াসার প্রধান একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাকসিম এ খান বলেন, ওয়াসার সরবরাহ এলাকার মধ্যে ৬ থেকে ৮ শতাংশ এলাকায় পানির দূষণ হয়। একটি জায়গায় পানির সংযোগের পাইপ লিক হয়ে গেলে মুহূর্তেই ১০টি বাড়িতে সেই পানি ঢুকে যায়।
পানির সমস্যার কারণে ডায়ারিয়ার প্রকোপ বাড়ছে এমন অভিযোগের জবাবে ওয়াসার এমডি বলেন, নগরীর ১০টি জায়গার পানি আমরা ল্যাবে পরীক্ষা করেছি। কোথাও মানবদেহের জন্য ক্ষতিকর মলের জীবাণু বা ই-কোলাই পাওয়া যায়নি। তবু প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যেসব এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি, সেসব এলাকার পানিতে ক্লোরিনের পরিমাণ বাড়িয়ে দিতে বলা হয়েছে, যাতে কোনো জীবাণু থাকলেও তা ধ্বংস হয়ে যায়।
তাকসিম এ খান বলেন, পৃথিবীতে যদি আবারও কোনো বড় সংঘাত হয়, তাহলে তা হবে পানির জন্য। সারাবিশ্বে অন্তত দুই বিলিয়নেরও বেশি মানুষ খাবার পানি বা সুপেয় পানি থেকে বঞ্চিত। কিন্তু আমাদের সেই ধরনের কোনো সমস্যা নেই। ঢাকা ওয়াসা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পানির চাহিদা পূরণ করে যাচ্ছে। আমাদের ওপর আল্লাহর রহমত রয়েছে। যদিও ঢাকা ওয়াসাকে অনেক প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে। আমাদের অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে সুষ্ঠুভাবে পানি সরবরাহের জন্য। তারপরও আমরা পেরেছি। আজ ঢাকা শহরে বায়ু দূষণ, শব্দ দূষণ যেভাবে বেড়ে গেছে, সেই তুলনায় পানি ব্যবস্থাপনার অবস্থান কিন্তু অনেক ভালো। বরং পানি ব্যবস্থাপনায় উন্নয়নশীল অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান ভালো।
বিভি/এনএম
মন্তব্য করুন: