• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অনেকটাই সমাধানে গ্যাস সমস্যা, আর থাকবে না সংকটঃ মন্ত্রণালয়

প্রকাশিত: ১৯:১১, ৫ এপ্রিল ২০২২

আপডেট: ১৯:১৫, ৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
অনেকটাই সমাধানে গ্যাস সমস্যা, আর থাকবে না সংকটঃ মন্ত্রণালয়

প্রতীকী ছবি

বিবিয়ানা গ্যাসফিল্ডের গ্যাস সরবরাহের সংকট কিছুক্ষণের মধ্যে অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে সন্ধ্যার পরে গ্যাস সরবরাহের সংকট অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনার কথা জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গত দুই দিন গ্যাসের স্বল্পচাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে এই সংকট কাটছে।

জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় তা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।

সংকটকালে ধৈর্য ধারণের জন্য বিবৃতিতে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2