এবারের ঈদের ছুটি হতে পারে ৯ দিন

প্রতীকী ছবি
অবশেষে মহামারি করোনার আতঙ্কমুক্ত একটি ঈদ পালন করতে যাচ্ছে বাংলাদেশ। গেলো দুই বছর নানান বিধিনিষেধের কবলে অনেকেই ঈদ করতে যেতে পারেননি গ্রামের বাড়িতে। তবে এবারের ঈদে শঙ্কামুক্তির পাশাপাশি দীর্ঘ ছুটিও পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। ধারণা করা হচ্ছে এবারের ঈদুল ফিতরের ছুটি ৯দিনে দাঁড়াতে পারে।
হিসাব অনুযায়ী ২৮ এপ্রিল বৃহস্পতিবার অফিস শেষ হবে। পরদিন ২৯ এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি। ১ মে শনিবার মে দিবস। তারপর ২ থেকে ৪ মে ঈদের ছুটি। তার একদিন পরই আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, মাঝখানে শুধু একদিন ৫ মে (বৃহস্পতিবার) কর্মদিবস। এদিন ছুটি ঘোষণা করা হলে টানা ৯ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা।।
এদিকে এবার ঈদের ছুটি কিছুটা আগে শুরু হওয়ায় ঘরমুখো মানুষের চাপ কিছুটা কম হবে বলে আশা অনেকের। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, ছুটি বেশি থাকায় মানুষ সময় নিয়ে বাড়ি যেতে পারবে ফলে বড় ধরনের ঝামেলার শঙ্কা কম।
বিভি/কেএস
মন্তব্য করুন: