চিত্র নায়ক ফারুক মারা যাওয়ার খবরটি ভুয়া

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক। রোববার (১০ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ফোনে গণমাধ্যমকে এই তথ্য জানান। সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফারুক।
রোববার সকাল থেকেই সামাজিক মাধ্যমে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ফারুকের স্ত্রী মৃত্যু গুজব ছড়ানো থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ করেছেন।
এর আগে গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় নায়ক ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিলো। ঠিক এক বছর পর আবারও সেই একই কান্ডে চরম বিরক্ত নায়কের পরিবার।
বিভি/এসআই
মন্তব্য করুন: