• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ব্রিজ বন্ধ, আমগো ব্যবসা শেষ’

আহসান হাবীব

প্রকাশিত: ০০:১৩, ১২ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:৪১, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
‘ব্রিজ বন্ধ, আমগো ব্যবসা শেষ’

বাংলাভিশনের ক্যামেরা দেখে  দৌড়ে এসে  নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা বলছেন রোজার প্রথম দিনেই ব্রিজটি বন্ধ করে দেয়া হয়েছে। সেজন্য ঈদ বেচাকেনায় তাদের ভাটা পড়েছে। 

সোমবার(১১ এপ্রিল) রাজধানীর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান গাউছিয়ার সংগে সংযুক্তকারী ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায়  বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। 

নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা বলেন, এই ব্রিজ গত দু'বছর আগেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঝুঁকিপূর্ণ বলে বন্ধ করে দিয়েছিল। কিন্তু রমজানের প্রথম দিন পর্যন্ত সাধারণ মানুষ ওই ব্রিজ দিয়ে চলাচল করেছে। তাদের প্রশ্ন তাহলে ব্রিজটি আগেই ভেঙে ফেলা হলো না কেন।এই ব্রিজটি বন্ধ থাকার কারণে তাদের ঈদবাজারে কিছুটা প্রভাব পড়েছে বলেও দাবি  করেন তারা। তারা বলছেন, ব্রিজ বন্ধ থাকার কারণে তা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।

ঈদ বেচাকিনার বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, প্রথম রমজান থেকে কিছুটা কম বিকিকিনি। আশা করছেন, আগামী ১৫ রমজানের পর থেকে আশানুরূপ বেচা-বিক্রি বাড়বে তাদের। 

ক্রেতারা বলছেন, নিউ মার্কেটে নিজের সাধ্যের মধ্যে সব পণ্যই তারা কিনতে পারেন। সেজন্য ঈদ কেনাকাটায় তারা নিউ মার্কেটকে বেছে নিয়েছেন। তবে বিক্রেতারা বলছেন, ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে তারা তাদের পণ্য সাজিয়েছেন। 

তবে নিউ মার্কেট ঘুরে দেখা যায়, যেসব ক্রেতা ঈদ কেনাকাটায় নিউ মার্কেটে এসেছেন তাদের সবার হাতেই ব্যাগ রয়েছে।পরিবারের মানুষটির জন্য পছন্দের পোশাক কিনেছেন। তারা বলছেন ব্রিজ বন্ধ থাকার কারণে ছেলেদের পোশাক কেনার পরে মেয়েদের পোশাক কিনতে গিয়ে তাদের ভোগান্তি হচ্ছে। কারণ তাদের অনেক পথ ঘুরে আবার গাউছিয়া মার্কেটে যেতে হচ্ছে। 

ব্রিজটি নিয়ে ব্যবসায়ীরা বলছেন,গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবছর তারা ক্রেতা সাধারণের কথা মাথায় রেখে তাদের পণ্য সাজিয়েছেন। কিন্তু  ব্রিজ নষ্ট হওয়ার কারণে অনেক ক্রেতাই ঘুরে আসছেন না। তাই কর্তৃপক্ষকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে রোজার মধ্যেই খুলে দেয়ার জোর দাবি জানিয়েছেন।

বিভি/ এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2