মে মাস থেকে শুরু হচ্ছে শাহজালালের রাতের ফ্লাইট

হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্ধরে রাতের ফ্লাইট গত ১০ ডিসেম্বর থেকে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেবিচক বলেছিল, কাজ শেষ করতে আগামী ১০ জুন পর্যন্ত সময় লাগবে। জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ভেবেছিলাম জুন পর্যন্ত হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণে সময় লাগবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে। তাই মে মাসেই রাতের শাহজালালের ফ্লাইট চালু করা হবে।
রাতের ফ্লাইট বন্ধের পর দিনের ফ্লাইটে চাপ বাড়তে থাকে। ফলে সিডিউল বিপর্যয় সহ নানান সমস্যায় পড়ে যাত্রীরা। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমসিম খেতে হয় কর্তৃপক্ষকে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: