সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

পুরোনো ছবি
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করে পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীদের দাবির পক্ষ নিয়ে ড্রাইভাররা ট্রেন চালানো বন্ধ করে দিয়েছেন। ফলে সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিভি/কেএস
মন্তব্য করুন: