জাতিসংঘের ‘সামাজিক উন্নয়ন কমিশন’র সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

২০২৩-২৭ মেয়াদে বাংলাদেশকে জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত করা হয়েছে। এই কমিশন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর সহযোগী প্রতিষ্ঠান। এই কমিশনে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ভারত ও সৌদি আরবকে নির্বাচন করা হয়েছে।
৪৬ সদস্য বিশিষ্ট এই কমিশনটি ইকোসককে সামাজিক নীতি বিষয়ক পরামর্শ এবং সামাজিক বিষয়গুলোর ফলোআপ করে থাকে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক যে সাফল্য অর্জন করেছে এই নির্বাচন তারই আর্ন্তজাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।
বিভি/ এসআই
মন্তব্য করুন: